1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শুটিংয়ে ফিরলেন কিয়ারা, নতুন লুকে চমক - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

শুটিংয়ে ফিরলেন কিয়ারা, নতুন লুকে চমক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

মা হওয়ার পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও শুটিং ফ্লোরে ফিরলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তান সারায়াহর জন্মের পর নিজেকে কিছুটা আড়ালে রেখেছিলেন তিনি। তবে সোমবার (৮ ডিসেম্বর) সেই বিরতি ভেঙে একটি বিজ্ঞাপনী ভিডিওর শুটিংয়ের মাধ্যমে কাজে যোগ দিলেন এই তারকা।

দীর্ঘদিন নিজেকে একপ্রকার গৃহবন্দি রাখার পর কিয়ারার এই ফেরা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এতদিন কেবল প্রয়োজনে ক্লিনিকে যাওয়া ছাড়া তাকে জনসমক্ষে দেখা যায়নি। তবে কাজে ফেরার আগে ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তিনি লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ সেই কথা রেখেই সোমবার দুপুরে গ্ল্যামারাস অবতারে ধরা দেন তিনি।

মা হওয়ার পর বাড়তি ওজন ঝরিয়ে আবারও আগের মতোই ছিপছিপে গড়নে নিজেকে উপস্থাপন করেছেন কিয়ারা। কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টস পরিহিত অবস্থায় তাকে দেখে বোঝার উপায় নেই যে, মাত্র কয়েক মাস আগেই তিনি মা হয়েছেন। তার এই নতুন লুক এবং কাজে ফেরার বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভক্তরাও প্রিয় তারকাকে পুরোনো ছন্দে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
নিত্যনতুন বিতর্ক। তবে এবার বারাণসীতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। নগরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে চাট খাওয়ার পর পরিবেশ দূষণের অভিযোগে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে বরাবরের মতোই চুপ থাকেননি কঙ্গনা, পাল্টা তথ্য-প্রমাণ দিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন।

সম্প্রতি বারাণসী সফরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে চাট খাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কঙ্গনা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ অভিযোগ তোলেন, খাওয়া শেষে এঁটো প্লেটটি নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তায় ছুড়ে ফেলেছেন তিনি। পবিত্র নগরীতে এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য মুহূর্তেই তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং তাঁকে ট্রল করতে শুরু করেন অনেকে।

এই সমালোচনার কড়া জবাব দিতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওর কিছু জুম করা স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে স্পষ্ট দেখা যায়, তিনি যেখানে দাঁড়িয়ে খাচ্ছিলেন, ঠিক তার পায়ের কাছেই আবর্জনা ফেলার একটি পাত্র বা ডাস্টবিন রাখা ছিল। কঙ্গনা দাবি করেন, তিনি তাঁর এঁটো প্লেটটি রাস্তায় নয়, বরং ওই নির্দিষ্ট পাত্রেই ফেলেছেন।

অভিযোগকারীদের একহাত নিয়ে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘মিথ্যা অভিযোগ করার আগে চারপাশ ভালো করে দেখে নিন, যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, আমি কোনো শহরকেই আবর্জনা ফেলে নোংরা করি না।’

অভিনেত্রীর এই তথ্য-প্রমাণসহ পাল্টা জবাবের পরও বিতর্ক পুরোপুরি থামেনি। তবে নেটিজেনদের একাংশ এখন কঙ্গনার পক্ষে কথা বলছেন। তাঁদের মতে, অভিনেত্রীকে হেয় করার অসৎ উদ্দেশ্যেই হয়তো প্রথমে আবর্জনা ফেলার পাত্রটি কৌশলে এড়িয়ে গিয়ে মিথ্যা রটানো হয়েছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট