মো আবদুল করিম সোহাগ
ঢাকা
দীর্ঘদিন পর সিনেমার জন্য খবরে অপু বিশ্বাস। তা-ও আবার পরপর দুই সিনেমার খবর নিয়ে হাজির তিনি। একটির নাম ‘ম্যাজিক’। পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এতে অপুর বিপরীতে থাকছেন আবদুন নূর সজল। আরেকটির নাম ‘সিক্রেট’। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। বিপরীতে থাকছেন আদর আজাদ। অপু বিশ্বাস অভিনীত মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ছায়াবৃক্ষ এই বন্ধন বিশ্বাসই নির্মাণ করেছিলেন।
সম্প্রতি রাজধানীর মালিবাগে এই ‘সিক্রেট’ এর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সিনেমাসংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরেন সিনেমাটির পরিচালক ও কলাকুশলীরা।
অপু বিশ্বাস বলেন, ‘দু-বছর পর একটি সিনেমায় যুক্ত হচ্ছি। ছবির নাম ‘সিক্রেট’, ছবিতে দুজন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করছেন। আদর আজাদ একজন পরীক্ষিত অভিনেতা, আরেকজন ছোট পর্দার পরিচিত মুখ, এটাই তাঁর প্রথম সিনেমা। তাঁকে আমরা ওয়েলকাম জানাচ্ছি।
সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘অপুর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। দিদির সঙ্গে কাজ করে প্রশান্তি পাই। তিনি কাজে খুব হেল্পফুল। গল্প শুনেই কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এই ছবিতে অপুর বিপরীতে দুজন নায়ক থাকছেন। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।’