1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ডায়াবেটিক রোগীরা কি বিটরুট খেতে পারবেন? - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ডায়াবেটিক রোগীরা কি বিটরুট খেতে পারবেন?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

জীবনযাপন ডেস্ক

সংগৃহীত ছবি

সামাজিক মাধ্যমে বিট নিয়ে নানান ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ বিটের রস মাখছেন, কেউ আবার বিটের রস বের করে খাচ্ছেন। পুষ্টিগুণের দিক থেকে বিটের স্থান যে বেশ ওপরের দিকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বিটের যখন এত গুণ, তখন তা সবাই খেতে পারেন এমন ধারণা অনেকেরই রয়েছে।

কিন্তু এই সবজি মিষ্টি, তাই ডায়াবেটিক রোগীরা আদৌও এই সবজি খেতে পারেন? তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—
পুষ্টিবিদরা বলছেন, ফাইবার, নানা ধরনের খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের গুণে সমৃদ্ধ বিট। তাই বিপাকহারের জন্য এই বিট বিশেষ উপকারী। এই সবজিটির গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি না।

অর্থাৎ, আচমকা রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই

সম্প্রতি এক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি ১০০ গ্রাম করে বিট টানা ৮ সপ্তাহ অর্থাৎ, মাস দুয়েক খেতে পারেন, তাহলে রক্তে শর্করার মাত্রায় তফাত বুঝতে পারবেন। এই সবজিতে সলিউবল ও ইনসলিউবাল, দু ধরনের ফাইবার রয়েছে। কার্বোহাইড্রেটজাতীয় খাবার পরিপাকে যা বিশেষভাবে সহায়তা করে।

এ ছাড়া রয়েছে ফোলেট, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে হার্ট, স্নায়ু, কিডনি ও চোখের মারাত্মক ক্ষতি হয়। কিন্তু বিট খেলে সেই ভয় থাকে না। ফ্রি-ব়্যাডিক্যালের সমতা বজায় রাখতেও সাহায্য করে এই সবজি।

কারা দূরে থাকবেন

পুষ্টিবিদরা বলছেন, যাদের আগে থেকে কিডনির কোনো সমস্যা রয়েছে তারা বিট থেকে দূরে থাকবেন।

কিডনিতে স্টোন জমার ইতিহাস থাকলেও এই সবজিটি খাওয়া উচিত নয়। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও বিট খেতে হবে বুঝে। তবে খাওয়ার আগে পুষ্টিবিদ ও চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই উত্তম।
সূত্র : আজতক বাংলা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট