1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পাকা কলা সতেজ রাখবেন যেভাবে - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

পাকা কলা সতেজ রাখবেন যেভাবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকা কলা খুব দ্রুতই নরম হয়ে যায়। একদিন পরেই এর খোসা কালো হতে শুরু করে। এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায়, এটি আমাদের সবার জানা। এমন কলা বেশিরভাগ মানুষ খেতে চান না। বিশেষ করে শিশুরা মুখ ফিরিয়ে নেয়। তাহলে উপায় কী?

তবে উপায় আছে, যদিও একটা একটা করে কলা কিনে এনে খাওয়া, তা মোটেই সম্ভব নয়। তবে পাকা কলা কয়েক সপ্তাহ কিংবা মাসজুড়ে ভালো রাখা যায়। আর সংরক্ষণের আগে কলাগুলো লবণ মেশানো পানিতে ধুয়ে নিন। এতটুকুই!

হ্যাঁ, এতেই মিলবে দীর্ঘমেয়াদি সমাধান। খাদ্য অপচয় রোধ করা যেখানে আজকের দিনের একটি বড় উদ্বেগ, সেখানে সাধারণ লবণ ব্যবহার করে কলা সংরক্ষণ সম্ভব হয়। চলুন জেনে নেওয়া যাক, পাকা কলা সংরক্ষণের কিছু সহজ ও ঘরোয়া কৌশল।

লবণপানির সহজ কৌশল

কলাগুলো সংরক্ষণ করার আগে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিষ্কার পানির সঙ্গে এক টেবিল চামচ লবণ গুলিয়ে নিন। এরপর কলার পুরো ঝুঁকি বা ফানা লবণ মিশ্রিত পানিতে ডুবিয়ে দিন। খোসা আলতো করে ধুয়ে ফেলুন এবং বিশেষ করে কলার ডাঁটির অংশটি ভালোভাবে পরিষ্কার করুন। এবার কলাগুলো পানি থেকে তুলে একটি তোয়ালে দিয়ে মুছে পুরোপুরি শুকিয়ে নিন।

অতিরিক্ত আর্দ্রতা থাকলে কলায় ছাঁটা বা ফাঙ্গাস দেখা দিতে পারে, তাই শুকানো খুব জরুরি। সেই সঙ্গে পুরোপুরি শুকানোর পর কলা ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।

লবণপানি দিয়ে কলার ডাঁটির অংশ ধুয়ে ফেলুন। এরপর খোসা তার আর্দ্রতা ধরে রাখতে পারে। এতে খোসায় দ্রুত বলিরেখা পড়া কিংবা বাদামি হয়ে যাওয়া প্রতিরোধ হয়। আর লবণপানি দিয়ে ধোয়ার এ পদ্ধতির কার্যকারিতা তিনটি মূল প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। একটি হচ্ছে— জীবাণু ও ছাঁটা দমন।

কলার খোসায় বিভিন্ন অণুজীব ও ফাঙ্গাস স্পোর থাকে, যা পচনের প্রক্রিয়া শুরু করে। লবণের জীবাণুনাশক গুণ থাকার কারণে সেই পচন সৃষ্টিকারী উপাদানগুলোকে দূর করতে সাহায্য করে। আর কলার ডাঁটির অংশটি প্লাস্টিকের মোড়ক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিন।

লবণ সেই এনজাইমগুলোর গতি কমিয়ে দেয়, যা কলাকে দ্রুত পাকাতে সাহায্য করে থাকে। সেই সঙ্গে এটি ইথিলিন গ্যাস নিঃসরণ ধীর করে দেয়। ইথিলিন গ্যাস ফলকে দ্রুত পরিপক্ব করে তোলে।

অতিরিক্ত সময় সংরক্ষণের টিপস

লবণপানির কৌশলের সঙ্গে আরও কিছু পদ্ধতি ব্যবহার করে কলার সতেজতা বাড়ানো যেতে পারে।

ডাঁটি মোড়ানো: কলার ডাঁটির অংশটি প্লাস্টিকের মোড়ক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিন। এতে ইথিলিন গ্যাস ফলে ছড়িয়ে পড়া বন্ধ হয় এবং পাকার প্রক্রিয়া ধীর হয়।

ঝুলিয়ে রাখা: কলা টেবিলে বা বাটিতে রাখার চেয়ে পুরো ফানা ঝুলিয়ে রাখুন। এতে ওজনের কারণে নিচের কলাগুলো থেঁতলে যাবে না। ঝুলিয়ে রাখলে বাতাস চলাচল করতে পারে এবং কলা তার আকৃতি ধরে রাখতে পারে।

অন্য ফল থেকে দূরে রাখা: কলাকে আপেল, অ্যাভোকাডো এবং টমেটোর মতো ফল ও সবজি থেকে দূরে রাখতে হবে। কারণ এ ফল প্রচুর পরিমাণে ইথিলিন গ্যাস নিঃসরণ করে, যা কলাকে খুব দ্রুত অতিরিক্ত পাকিয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট