জীবনযাপন ডেস্ক
সংগৃহীত ছবি
শীতকালে ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। ঠাণ্ডা, কম রোদ ও শুষ্ক আবহাওয়া ভাইরাসকে দ্রুত ছড়িয়ে দেয়। সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথা এড়িয়ে চলতে শুধু গরম জামাকাপড়ই যথেষ্ট নয়, খাবারও গুরুত্বপূর্ণ। সঠিক খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে ঢাল তৈরি করে।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার
লেবু, কমলালেবু, আমলকি ও পেয়ারা সহজলভ্য শীতকালীন খাবার। ভিটামিন সি শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। নিয়মিত ভিটামিন সি খেলে সর্দি-কাশির ঝুঁকি
আদা ও রসুন প্রাকৃতিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর।
আদা শরীর গরম রাখে ও শ্বাসনালী সংক্রমণ কমায়। রসুনে থাকা অ্যালিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের বৃদ্ধি রোধ করে। রান্নায় বা আদা-চা হিসেবে এগুলো উপকারী।
হলুদ ও অন্যান্য মসলা
হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমায় এবং ইমিউন সিস্টেমকে সক্রিয় করে।
শীতকালে হলুদ-দুধ বিশেষভাবে উপকারী। এ ছাড়া দারচিনি, গোলমরিচ ও জিরা শরীর গরম থাকে এবং সংক্রমণের ঝুঁকি কমে।
প্রোটিন সমৃদ্ধ খাবার
ডাল, ডিম, মাছ, মাংস ও পনির প্রোটিনের ভালো উৎস। প্রোটিন শরীরের কোষ মেরামত করে এবং অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, যা ভাইরাল সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।
শাকসবজি ও সবুজ পাতা
পালং শাক, ব্রকলি, গাজর, বিটের মতো সব্জিতে ভিটামিন এ, ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
দই ও ফারমেন্টেড খাবার
দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে। সুস্থ অন্ত্র ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ফলে ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমে।
সূত্র: এই সময়