অনলাইন ডেস্ক ঢাকা
বরিশালের ভোলায় অনুষ্ঠিত হয়েছে ‘ইনক্লুসিভ প্যারা স্পোর্টস টুর্নামেন্ট–২০২৫’। রবিবার ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় ৩০ জন শারীরিক, বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোর অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে দাবা, রেস, ব্যাডমিন্টন ও ক্রিকেট—এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দাবা প্রতিযোগিতায় অংশ নেয় শারীরিক ও বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোররা। বুদ্ধি প্রতিবন্ধী শিশু-কিশোররা অংশগ্রহণ করে রেস ইভেন্টে। আর বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোররা অংশ নেয় ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতায়।
দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হন মারুফ এবং রানারআপ হন সমির। ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হন তানজিলা, রানারআপ সাথি। রেস ইভেন্টে চ্যাম্পিয়ন হন তৌহিদ, প্রথম রানারআপ নুসাইবা এবং দ্বিতীয় রানারআপ দ্বীন ইসলাম। ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়ন হয় মেঘনা বাক-শ্রবণ ক্রিকেট দল এবং রানারআপ হয় ইলিশা বাক-শ্রবণ ক্রিকেট দল।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের সভাপতি মুহাম্মদ শওকাত হোসেন, ট্রাস্টি সদস্য মো. আবু তাহের, পরিচালক মো. ইসমাইল, বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের প্রশাসনিক পরিচালক মো. এনামুল হক, বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী এবিএম আতাউর রহমান সোহেল ও ভোলা জেলা সমন্বয়কারী তানভীর হোসেন।