1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ৪র্থ ব্যাচের গ্রাজুয়েশন প্যারেড ক্যাডেটদের পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ৪র্থ ব্যাচের গ্রাজুয়েশন প্যারেড ক্যাডেটদের পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ৪র্থ ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্রাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।

বাংলাদেশ মেরিন একাডেমির ৪র্থ ব্যাচের ক্যাডেটরা দুই বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে প্রি-সি (Pre-Sea) সনদ অর্জন করেন। এ বছর মোট ৬১ জন ক্যাডেট অফিসার সনদপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে নটিক্যাল শাখায় ২৮ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় ৩৩ জন ক্যাডেট রয়েছেন।

বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পদক প্রদান করেন। সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জনের জন্য কমান্ড্যান্ট স্বর্ণ পদক লাভ করেন সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন জিলহাজুর রহমান অর্ণব। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন খন্দকার সাবিতুল ইসলাম এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন ওমর ফারুক সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য কমান্ড্যান্ট রৌপ্য পদক গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। দেশের মোট বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথে পরিচালিত হয়। তিনি বলেন, প্রশিক্ষিত মেরিন ক্যাডেটরা জাতীয় ও আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ন রাখছেন।

ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমুদ্র খাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মেরিন একাডেমির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দক্ষ নাবিক ও মেরিন অফিসার তৈরিতে একাডেমির প্রশিক্ষকরা সমুদ্রবেষ্টিত ১৭৬টি দেশের প্রণীত আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান করছেন। ফিলিপাইনের মতো দেশগুলোর ন্যায় সমুদ্র খাতে সাফল্য অর্জন ও সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সরকার ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ক্যাডেটদের যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে নতুন স্থাপিত চারটি মেরিন একাডেমির প্রতিটিতে অত্যাধুনিক সিম্যুলেটর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. সাহেদ সাত্তার বলেন, দক্ষ মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ার তৈরিতে বাংলাদেশ মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, ক্যাডেটদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত চারটি ব্যাচে মোট ২৪১ জন নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন শিপিং কোম্পানি ও মেরিটাইম প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট