জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
১৭/১২/২০২৫ খ্রি. রাত ০০.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। এ সময় পিকআপটি তল্লাশী করে ২০ (বিশ) কেজি গাঁজা ও ২০০ (দুইশত) বোতল স্কফ সিরাপ সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ সুজন (২৮)
পিতা- মৃত হানিফ মিয়া
মাতা- আফিয়া বেগম
সাং- দাড়িয়াকান্দি
থানা- কুলিয়ারচর
জেলা- কিশোরগঞ্জ
২। মোঃ সিরাজ মিয়া (৪৫
পিতা- মৃত নাজির মিয়া
মাতা- মৃত জোবেদা খাতুন
সাং- বিষ্ণপুর
থানা- মাদবপুর
জেলা- হবিগঞ্জ
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।