অনলাইন ডেস্ক
এক শর্তে মোস্তাফিজুর রহমানকে পুরো আইপিএলে খেলার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আইপিএলে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কেকেআর।
নিলামের পর থেকেই আলোচনা চলছিল মোস্তাফিজ কি পুরো টুর্নামেন্টের জন্য বিসিবির এনওসি পাবেন? সেই প্রশ্নের জবাব মিলেছে বৃহস্পতিবার।
বিসিবি নিশ্চিত করেছে, মোস্তাফিজ পুরো আইপিএলের জন্যই এনওসি পাচ্ছেন, তবে একটি শর্ত মানতে হবে তাকে।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের জানান, মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় তাকে দেশে ফিরতে হবে। এই সিরিজের সময়কাল হবে আট দিন।
আগামী বছর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে এটি যে আইপিএলের মাঝেই অনুষ্ঠিত হবে, তা প্রায় নিশ্চিত। সিরিজটি মার্চ-এপ্রিলের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসর শুরু হবে আগামী ২৬ মার্চ এবং শেষ হবে ৩১ মে।
ফলে মাঝখানে আট দিনের জন্য দেশে ফিরলেও মোস্তাফিজের আইপিএলের বড় অংশ মিস করার আশঙ্কা খুবই কম।