কাজী নূরনবী
প্রতিনিধি নওগাঁ:
নওগাঁ পুলিশ “অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২) অভিযান চলাকালীন অদ্য সকাল পর্যন্ত আওয়ামী ফ্যাসিষ্ট সংশ্লিষ্ট থাকায় নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজ সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে,নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আওয়ামী ফ্যাসিস্ট সংশ্লিষ্ট ১৬ জন ছাড়াও বিভিন্ন মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামী ফ্যাসিস্ট সংশ্লিষ্ট গ্রেফতারকৃত ১৬ জনের মধ্যে
মোঃ আরমান খান পলিন
পিতা: আরসালীন বাঙ্গাবাড়িয়া সদর থানা জেলা: নওগাঁ,
মেহেদী হাসান নিরব
পিতা:মোকছেদ আলী
বাছারী,থানা ও জেলা: নওগাঁ।
ছয়ফুল ইসলাম
পিতা: মৃত ছাদের আলী,খড়পা, থানা:পোরশা,জেলা: নওগাঁ।
মোঃ রেজাউল হক
পিতা: মৃত সোলায়মান আলী মন্ডল কিত্তীপুর, থানা: নওগাঁ সদর।
মোঃ হাসান
পিতা: মৃত আফতাব হোসেন
গাংজোয়ার (মধ্যপাড়া),থানা: নওগাঁ সদর।
মোঃ আব্দুল কাদের
পিতা: মৃত সামসুর রহমান
কচুয়া(গহেলাপুর),থানা: রাণীনগর।
রফিকুল ইসলাম
পিতা: মোঃ আব্দুল আজিজ হরিপুর,থানা: মহাদেবপুর,নওগাঁ।
মোঃ মিজানুর রহমান
পিতা: মোঃ রফিকুল ইসলাম
ঠিকানা: বটতলী, থানা: পত্নীতলা, নওগাঁ।
জোতিরঞ্জন অধিকারী
পিতা: শ্রী মনোরঞ্জন অধিকারী
মৈনম,মান্দা,নওগাঁ।
মোঃ মোসলেম প্রধান
পিতা: মৃত লাল মোহাম্মদ প্রধান কুশমইল,থানা: নিয়ামতপুর। মো:
রাফি হাসান
পিতা: ফরিদুল ইসলাম
ঠিকানা: জালালাবাদ মিরাট, থানা: রাণীনগর, জেলা: নওগাঁ।
মোঃ মোস্তাফিজুর রহমান ফিরোজ
পিতা: মোঃ মকলেছুর রহমান
ঠিকানা:চকদেব মাস্টারপাড়া,থানা ও জেলা: নওগাঁ।
নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতা
মোঃ মমতাজ উদ্দিন
পিতা: মৃত আজির উদ্দিন
শেরপুর,থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
মোঃ মতিবুল ইসলাম
পিতা: মৃত শফি উদ্দিন মন্ডল
হরিরামপুর,থানা:পত্নীতলা, জেলা: নওগাঁ।
মোঃ আয়েত আলী
পিতা: মৃত গিয়াস উদ্দিন সোনাইডাঙ্গা,থানা-আত্রাই, জেলা: নওগাঁ।
মোঃ জাহাঙ্গীর আলম
পিতা: মোঃ রইচ সরদার
গোনা (দিঘীর পূর্বপাড়া), থানা:রাণীনগর, জেলা: নওগাঁ।
জেলা পুলিশ জানায়,গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।