জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫ এ নারী ও পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি হ্যান্ডবল দল।
আজ অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে ক্যাপ্টেন এম এ মনসুর আলী স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও ভিডিপি দীর্ঘ তিন বছর পর শক্তিশালী প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে রোমাঞ্চকর লড়াইয়ে ২৭–২৬ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
অন্যদিকে নারী বিভাগে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ দলকে ৩৪–২৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করে অপরাজেয় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী হ্যান্ডবল দল।
খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নবনির্বাচিত মহাসচিব জনাব জোবায়েদুর রহমান রানা। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ক্রীড়া ও সংস্কৃতি জনাব মির্জা সিফাত-ই-খোদা, সহকারী পরিচালক জনাব মিনারা হোসেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো: সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়া সংগঠকেরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় এই অর্জনে সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সাফল্যের এই ধারাকে অব্যাহত রাখার আহবান জানিয়ে ভবিষ্যতেও বাহিনীর গৌরবময় অবস্থান সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বাহিনীর বর্তমান মহাপরিচালক মহোদয় একজন ক্রীড়ানুরাগী ও দূরদর্শী নেতৃত্বদাতা হিসেবে, বাহিনীর ক্রীড়াদলকে সর্বদা আন্তরিক পৃষ্ঠপোষকতা করে আসছেন। তাঁর অবিচল সমর্থন, উৎসাহ এবং বিশেষ প্রণোদনার ফলে সকল ডিসিপ্লিনে সাফল্যের হার অতীতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।