কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁ:
ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বী তার স্ত্রী মোছাঃপলি খাতূ্ন এবং পরিবারের সদস্যদের নিয়ে ১৬.১২.২৫ ইং তারিখ
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে তার শ্বশুর বাড়ি আত্রাই এর উদ্দেশ্যে রওনা দেয় এবং আনুমানিক রাত- ৪.৫০ এর দিকে সান্তাহার স্টেশনে পৌঁছে তাদের ট্রেনটি।
পরবর্তীতে সান্তাহার স্টেশন থেকে বান্দায়খাড়া এর উদ্দেশ্যে একটি সিএনজি ভাড়া করে তিনি তার স্ত্রী,বড় বোন,বোনের বাচ্চা ও ননদ সহ রওনা দেয়। সান্তাহার স্টেশন এর অত্যন্ত নিকট আম্মাজান হোটেলের কাছে তাদের সিএনজি পৌঁছা মাত্র কয়েকজন লোক (৩ জন) লাইট দিয়ে তাদের সিএনজি এর গতিরোধ করে,এর পর সিএনজি থামলে তারা যাত্রীদের কাছে থাকা ব্যাগ, ফোন এবং মালামাল নেওয়ার চেষ্টা করে এ সময় ফজলে রাব্বি এবং তার স্ত্রী বাঁধা দেওয়ায় চেষ্টা করলে যাত্রী এবং তার স্ত্রীকে গুরুতরভাবে আহত করে তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে তারা চলে যায়।ব্যাগে দুইটি মোবাইল ও স্বর্ণের কিছু মালামাল ছিল।
ঘটনায় নওগাঁ থানার মামলা নং-৩৫ তারিখ ১৭.১২.২০২৫ ইং ধারা ৩৯৪ পেনাল কোড রুজু হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ সুপার জনাব মোহাম্মাদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ নেতৃত্বে ওসি নওগাঁ থানা,ওসি ডিবি নওগাঁ, এএসপি সার্কেল ওসি আদমদীঘি ওসি ডিবি, বগুড়া জেলা এর যৌথ অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকারি চক্রের দুই জন সদস্যকে মো:রাব্বি ইসলাম জিসান(৩০) ও
মেহেদী ওরফে পাপ্পু(২৮) গ্রেফতার করা হয়।
জিসান এর নিকট হতে স্বর্ণালংকার এর কিছু অংশ উদ্ধার করা হয়। যদিও তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট বর্ণিত ছিনতাই কথা অস্বীকার করে। তবে সান্তাহার রেল জংশন এলাকায় বিভিন্ন ছিনতাই কর্মকান্ডের সাথে তারা সংযুক্ত। ঘটনার সময় যাত্রী বহনকৃত সিএনজিটি জব্দ করা হয়েছে এবং চালক মতিউর রহমান (৪৩) আদমদিঘী বগুড়া এর ভূমিকা সন্দেহ জনক হওয়ায় তাকে ও আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।