মো আবদুল করিম সোহাগ
ঢাকা
ডিজিটাল ক্রিকেট কনটেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় মাইলফলকগুলোর একটি স্পর্শ করেছে বিডিক্রিকটাইম। অফিসিয়াল প্ল্যাটফর্মে এক কোটি অনুসারী অর্জন উপলক্ষে রাজধানীতে বুধবার (১৭ ডিসেম্বর) বিশেষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ক্রিকেট অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে এই সাফল্য পরিণত হয় স্মরণীয় এক মুহূর্তে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ডিজিটাল মিডিয়ার শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর বড় উদাহরণ বিডিক্রিকটাইম। তিনি বলেন, ‘আজকের প্রজন্ম ক্রিকেট শেখে ডিজিটাল মাধ্যম থেকে। তাই এখানে কী দেখানো হচ্ছে, কীভাবে উপস্থাপন করা হচ্ছে—সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। খালেদ মাসুদ পাইলট তার বক্তব্যে বলেন, বিডিক্রিকটাইম শুধু সংবাদ পরিবেশনই করছে না, বরং কর্মসংস্থান তৈরি করছে এবং ইতিবাচক ক্রিকেট চর্চায় ভূমিকা রাখছে। তিনি বলেন, ‘পজিটিভ নিউজই বিডিক্রিকটাইমের সবচেয়ে বড় শক্তি।’
২০১৫ সালে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্ম শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা পূর্ণাঙ্গ ডিজিটাল স্পোর্টস পোর্টালে রূপ নেয়। প্রতিদিন বিপুলসংখ্যক পাঠক ও দর্শক বিডিক্রিকটাইমের কনটেন্টে যুক্ত হচ্ছেন, যা তাদের জনপ্রিয়তার প্রমাণ।
প্রতিষ্ঠাতা মো. জাবেদ আলী বলেন, ‘এই অর্জন একার নয়, পুরো টিমের এবং পাঠক-দর্শকদের।’ তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, এক কোটি অনুসারী তারই প্রতিফলন।
অনুষ্ঠানে বিডিক্রিকটাইমের সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা বার্তার মাধ্যমে বিডিক্রিকটাইম পরিবারকে অভিনন্দন জানান। ভবিষ্যতে আরও মানসম্মত ও শিক্ষামূলক ক্রিকেট কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।