1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভুটান-ভারত-নেপালের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও কঠোর নিয়ম অস্ট্রেলিয়ার - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ভুটান-ভারত-নেপালের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও কঠোর নিয়ম অস্ট্রেলিয়ার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

প্রতীকী ছবি

দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ভিসা মূল্যায়নের স্তর আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির শিক্ষা বিভাগ জানিয়েছে, ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের এভিডেন্স (তথ্যপ্রমাণ) লেভেল পরিবর্তন করা হয়েছে।

এই পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন লেভেল ওয়ান থেকে সরাসরি থ্রি-তে নেমে গেছে। এছাড়া ভুটান, ভারত ও নেপালকেও লেভেল থ্রি’র অন্তর্ভুক্ত করা হয়েছে।

শ্রীলঙ্কা লেভেল ওয়ান থেকে টু’তে নেমেছে। মূলত আবেদনের স্বচ্ছতা বজায় রাখা এবং জালিয়াতি রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নতুন এই নির্দেশনার বিষয়ে ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘনঘন নিয়মের পরিবর্তনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও এজেন্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা আবেদনপত্রে আর্থিক এবং একাডেমিক নথিপত্রে জালিয়াতির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নথিপত্র যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী দেশটিতে গিয়ে অন্য ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে পারে এমন একটি শঙ্কাও কাজ করছে নীতি নির্ধারকদের মধ্যে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত বা নেপালের ক্ষেত্রে এই পরিবর্তন প্রত্যাশিত থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এই অবনমন কিছুটা অভাবনীয়। অভিযোগ রয়েছে, বর্তমানে কিছু কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশে জাল আর্থিক নথি তৈরি এবং অন্যের ফান্ড নিজের নামে দেখানোর মতো অত্যাধুনিক জালিয়াতির ঘটনা ধরা পড়ছে।

যা শনাক্ত করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাব-এজেন্ট বা এগ্রিগেটরদের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করায় ঝুঁকির মাত্রা আরও বাড়ছে। তাই এমন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতে জড়িতরা।
এই নতুন নিয়মের ফলে এখন থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলোর শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা এবং আর্থিক স্বচ্ছতার প্রমাণাদি জমা দেওয়া বাধ্যতামূলক হবে। এর ফলে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সুবিধা পেলেও যারা ভুল তথ্য দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করছিল তাদের জন্য পথ আরও কঠিন হয়ে উঠল বলে দাবি করছে কর্তৃপক্ষ।

সূত্র: কোয়ালা নিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট