স্পোর্টস ডেস্ক
সংগৃহীত ছবি
ভারি তুষারপাতে বিপর্যস্ত জার্মানির বিভিন্ন অঞ্চল। বিরূপ আবহাওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় বুন্দেসলিগার দুটি ম্যাচ স্থগিত করেছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল)।
উত্তর জার্মানির শহর হ্যামবুর্গে প্রচণ্ড তুষারপাতের কারণে প্রথমে সেন্ট পাউলি ও আরবি লাইপজিগের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়। শনিবার সেন্ট পাউলির মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৈরি আবহাওয়ার প্রভাব পরে পড়ে আরেকটি ম্যাচেও। একই দিনে ব্রেমেনের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ভার্ডার ব্রেমেন ও হফেনহাইমের ম্যাচটিও স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সেন্ট পাউলি ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছিল। তবে মাঠ ও আশপাশের পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।
স্থগিত হওয়া এই দুটি ম্যাচের নতুন সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বুন্দেসলিগা কর্তৃপক্ষ।