1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
যশোর-২ আসনে ফিরলেন সাবিরা মুন্নী: ইসি’র রায়ে প্রার্থিতা বৈধ - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

যশোর-২ আসনে ফিরলেন সাবিরা মুন্নী: ইসি’র রায়ে প্রার্থিতা বৈধ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

নাটকীয় মোড় শেষে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে তার লড়াইয়ের আর কোনো বাধা রইল না।শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত দেয় কমিশন। এর আগে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম। তার অভিযোগ ছিল, সাবিরা সুলতানা মুন্নী তার প্রয়াত স্বামীর ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন এবং সেই ঋণ পরিশোধ না হওয়ায় তিনি প্রার্থী হওয়ার যোগ্য নন।

ইসি সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশন। শুনানি শেষে দীর্ঘ পর্যালোচনার পর জহরুল ইসলামের আপিল আবেদনটি নামঞ্জুর করা হয় এবং রিটার্নিং কর্মকর্তার পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল রাখা হয়।সাবিরা সুলতানা মুন্নী বর্তমানে যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তার স্বামী ও তৎকালীন বিএনপি নেতা নাজমুল ইসলাম ঢাকা থেকে অপহৃত ও নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে জনপ্রিয় এই প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে ঝিকরগাছা ও চৌগাছা এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সমর্থকরা।এ রায়ের পর এক প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা মুন্নীর সমর্থকরা জানান, এটি সত্য ও ন্যায়ের জয়। তারা এখন পূর্ণ উদ্যমে ধানের শীষের প্রচারণায় নামতে প্রস্তুত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট