জিহাদুল ইসলাম জিহাদ ঢাকা
নীলফামারী বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা, ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং পে-কমিশনের রিপোর্ট দাখিলের দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা ৩০ মিনিটে নীলফামারী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে।
১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম এর জেলা সভাপতি মো: রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: মঞ্জুর রহমান। সরকারি চাকুরিজীবী ফোরাম এর কেন্দ্রীয় সদস্য, সভাপতি,মো: মনিরুজ্জামান মনির। এ সময় নীলফামারী, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর উপজেলার সরকারি কর্মচারীরা অংশ নেন।
‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বক্তারা দাবি করেন বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারি ১১-২০ গ্রেডের কর্মচারীদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে পে-কমিশন গঠনের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত পে-কমিশনের রিপোর্ট পেশ করা হয়নি। এমতাবস্থায় জানুয়ারি ২০২৬ থেকেই ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবি তুলেছেন কর্মচারীরা।