আবদুল করিম সোহাগ।
বিনোদন রিপোর্টার
মানসিক ভারসাম্যহীন নারী চরিত্রে কেয়া পায়েল
উশকোখুশকো চুল, পরনে ময়লা পোশাক, মুখভর্তি কালচে মেকআপ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও। হঠাৎ করে দেখলে মনে হবে ভারসাম্যহীন এক নারী রাস্তায় ঘুরছে। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারেন, এই ব্যতিক্রমী লুকের মানুষটি আর কেউ নন, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।
এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো।’
হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন বা ‘ট্রান্সফরমেশন’ দেখে অনেকেই অবাক হয়ে গেলেও জানা যায়, এটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য।
ভিডিও প্রকাশের পর ভক্ত ও অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চিনতেই পারেননি। একজন লেখেন, ‘বাপরে বাপ, কী মারাত্মক অভিনয়!’
আরেকজন মেকআপের প্রশংসা করে মন্তব্য করেন, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরার সাহসিকতার জন্য অভিনেত্রীর প্রশংসায় মুখর নেটিজেনরা।