উমংনু মারমা
রোয়াংছড়ি উপজেলা।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাধীন ১নং রোয়াংছড়ি ইউনিয়নে থোয়াইঅংগ্য পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ. জাতিসারা ভিক্ষু এর সংরক্ষিত মৃত দেহের শেষক্রিয়া অনুষ্ঠান এক দিনব্যাপী থোয়াইঅংগ্য পাড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ.পঞঞানন্দ মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ২০- ৩০সংখ্যা বুদ্ধ শাসনের ধারক বাহক বৌদ্ধ ভিক্ষু। এছাড়া অন্ত্যেষ্টিক্রীয়া অনুষ্ঠানে রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য থুইসাংপ্রু মারমা, ২নং ওয়ার্ডে সদস্য অংসিংনু মারমা, এবং ধর্মপ্রাণ সহস্রাধিক বৌদ্ধ নর-নারী অংশগ্রহণ করেন।
উ. জাতিসারা ভিক্ষু অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পরিচালনা কমিটি সভাপতি ক্যাইদমং মারমা বলেন, আমাদের পূজনীয় ভান্তে দীর্ঘদিন যাবত বসবাস করে ৬৫ বছর বয়সে, ০৭ বর্ষা তিনি মৃত্যুর বরণ করেন। পায় ৬ মাস মৃতদেহ সংরক্ষণের আজ ১৪ নভেম্বর ২০২৫ সালে শেষক্রিয়া ১ দিনব্যাপী অনুষ্ঠানে মাধ্যমে আজ শুক্রবার সম্পন্ন করা হয়েছে।