1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
টাকা আয় করলেও ধরে রাখতে পারেন না? এই বিষয়গুলোতে নজর দিন - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম সবার দোয়া ও ভালবাসায় অভিনয় করে এগিয়ে যেতে চাই : অভিনেতা ইমরান হাসো শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টাকা আয় করলেও ধরে রাখতে পারেন না? এই বিষয়গুলোতে নজর দিন

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

পেশা, পদবি ভেদে একেকজনের আয় একেকরকম। কেউ প্রয়োজন অনুযায়ী সামান্য আয় করেন। আবার কারোর আয় অনেক বেশি। আপনার আয় যাই হোক অর্থ নিয়ে কিছু ব্যাপারে ধারণা রাখতেই হবে। নয়তো আয় যদি ১০ হাজার থেকে বেড়ে ১ লাখও হয়, মাস শেষে আপনার অবস্থার পরিবর্তন হবে না। টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বা Money Mindset থাকা জরুরি।

ধনী এবং আর্থিকভাবে সফল মানুষরা টাকা নিয়ে কী ভাবেন? কীভাবে অর্থ ব্যয় করেন? কীভাবেই বা সঞ্চয় করেন? তাদের সম্পদই কীভাবে বৃদ্ধি করেন? চলুন বিস্তারিত জেনে নিই-

১। প্রতিটি টাকাকে সম্মান করুন (Respect Every Dollar)
অনেকে ভাবে ৫টাকা দিয়ে কী এমন হবে, ১০টাকার সিগারেট খেলে কী আর হয়? অথচ মাস শেষে এই ছোট ছোট খরচই বড় আকার নেয়। যে মানুষ ১০ টাকা অবহেলায় খরচ করতে পারেন, তিনি সুযোগ পেলে ১০,০০০ টাকাও নষ্ট করবেন।

ছোট ছিদ্রই কিন্তু বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তাই প্রতিটি অর্থকে সম্মান করুন। অকারনেও ছোটোখাটো খরচ করবেন না। এটি কৃপণতা নয়, এটি Financial Awareness।

২। অ্যাসেট বা সম্পদের ভাষা শিখুন (Learn the Language of Wealth)
Assets, Liabilities, Cash flow—এই শব্দগুলো সম্পর্কে কি জানেন? এগুলোই হলো সম্পদের ভাষা। সফল ব্যক্তিরা টাকাকে নিয়ে ভিন্নভাবে কথা বলেন কারণ তারা এটা নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন। প্রতিদিন শুধু এক পৃষ্ঠা করে টাকা বা বিনিয়োগ নিয়ে পড়ুন। যেকোনো ভালো বই বা আর্টিকেল। এক বছর পর দেখবেন, আপনিও এই ভাষায় কথা বলতে পারছেন।

অর্থাৎ আপনি বুঝবেন কোনটা অ্যাসেট (যা আপনার পকেটে টাকা আনে) আর কোনটা লায়বিলিটি (যা আপনার পকেট থেকে টাকা বের করে)— তখন সহজেই আয়-ব্যয়ের হিসাব করতে পারবেন।

৩। প্রতিযোগিতা বন্ধ করুন (Stop Competing)
আমরা অন্যের সঙ্গে তুলনা করি। এটা মোটেও উচিত নয়। বন্ধুর নতুন গাড়ি, সহকর্মীর নতুন ফোন দেখে নিজের অবস্থান নিয়ে হতাশ হচ্ছেন? অর্থনীতির ভাষায় একেই Scarcity Mindset বা ‘অভাবের মানসিকতা’ বলে। পৃথিবীতে সবার জন্যই যথেষ্ট সুযোগ ও সম্পদ আছে। এই কথা মাথায় রাখুন।

অন্যের সঙ্গে প্রতিযোগিতা করলে মনে ভয় কাজ করে। কিন্তু আপনি যখন নিজে থেকে কিছু করবেন তখন সম্ভাবনা (Possibility) থাকে সেখানে। আপনার সফল হওয়ার জন্য অন্য কারো ব্যর্থ হওয়ার প্রয়োজন নেই। নিজের পথে ফোকাস করুন।

৪। সবার আগে নিজেকে পেমেন্ট করুন (Pay Yourself First)
কিছুটা অদ্ভুত শোনাচ্ছে? আমাদের অভ্যাস হলো—মাস শেষে সব খরচ করার পর যা বাকি থাকে, সেটা জমানো। সফল ব্যক্তিদের অভ্যাস কিন্তু এর উল্টো। তারা আয়ের টাকা হাতে পাওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট অংশ (যেমন ১০% বা ২০%) নিজের জন্য সরিয়ে রাখেন।

এই টাকাটা তারা বিনিয়োগ করেন— শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে বা নিজের স্কিল বাড়ানোর কোনো কোর্সে। কারণ সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ হলেন আপনি নিজে। আগে বিনিয়োগ, তারপর খরচ। এই একটি অভ্যাসই আপনাকে অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে দেবে।

৫। সম্পদ তৈরি হতে এক যুগও লাগতে পারে (Wealth is built in decades)
আজ বিনিয়োগ করে কালকেই কোটিপতি হয়ে যাবেন এমন চিন্তা একটি ফাঁদ। বাস্তবে সম্পদ তৈরি হতে সময় লাগে। ধৈর্য হলো বিনিয়োগের সবচেয়ে বড় বন্ধু। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলোই আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর।

একটি ভালো জায়গায় অল্প অল্প করে বিনিয়োগ করে যান এবং সেটিকে সময়ের সাথে বাড়তে দিন। সপ্তাহ বা মাস নয়, দশকের কথা চিন্তা করুন। এটাই হলো দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি।

৬। টাকা আয়নার মতো (Money is a Mirror)
আপনার ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা আসলে আপনার ভেতরের মানসিকতারই প্রতিফলন। গবেষণা বলে, বেশিরভাগ মানুষ টাকা ম্যানেজ করতে ভয় পান, এর কারণ তারা অঙ্ক পারে না এমনটা নয়। বরং তাদের টাকার প্রতি বিশ্বাসগুলোই ভুল।

আপনি যদি মনে মনে বিশ্বাস করেন, ‘টাকা থাকলেই বিপদ’, অথবা ‘টাকা হলো সব নষ্টের মূল’, তাহলে আপনি অবচেতনভাবেই টাকাকে নিজের থেকে দূরে ঠেলে দেবেন। নিজের বিশ্বাসকে বদলান, টাকার প্রতি দৃষ্টিভঙ্গি পজিটিভ করুন। দেখবেন, আপনার অর্থনৈতিক অবস্থাও বদলাতে শুরু করেছে। টাকা আয়নার মতো। যত কাছে যাবেন, তত কাছে পাবেন।

মনে রাখবেন, অর্থ আয় করা একটি স্কিল। আর সেই টাকা ধরে রাখা এবং বাড়ানো একটি মাইন্ডসেট। এসব অভ্যাস হয়তো একদিনেই তৈরি হবে না। কিন্তু রোজ অল্প অল্প করে চর্চা করলে আপনি আর্থিকভাবে স্বাধীন হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট