শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলায় প্রথমবারের মতো পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রওনক জাহান।
বুধবার ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার বদলির আদেশ জারি করা হয়।
রওনক জাহান এর আগে যশোরে এসপি হিসেবে দায়িত্ব পালনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন। নতুন কর্মস্থল শরীয়তপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।