1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফেনীতে ফ্ল্যাট বন্ধক দিয়ে মা-ছেলের প্র*তা*র*ণা - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ফেনীতে ফ্ল্যাট বন্ধক দিয়ে মা-ছেলের প্র*তা*র*ণা

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

‎ফেনী জেলা প্রতিনিধি:

‎ফেনী শহরের শাহীন একাডেমি রোডের র‌্যাব ক্যাম্পের পিছনের এলাকার হাশেম ম্যানশন নামে একটি তিনতলা ভবনের ৬টি ফ্ল্যাট ২৭ জনের কাছে বন্ধক দিয়ে দেড় কোটি টাকা নিয়ে পলিয়ে গেছে ভবনের মালিক আবুল হাশেমের স্ত্রী বিবি আয়েশা ও তার দুই ছেলে আবু ছাইদ মুন্না ও মেহেদী হাছান আকাশ।  শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে হাশেম ম্যানশনের সামনে প্রতারণার শিকার ১৭ জন ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেন।


‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারদের পক্ষে কামাল হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, উক্ত হাশেম ম্যানশনের মালিক একই পরিবারের বিবি আয়েশা ও তার দুই ছেলে আবু ছাইদ মুন্না, মেহেদী হাছান আকাশ প্রতারনার মাধ্যমে ৬টি ফ্ল্যাট মোট ২৭ জনের কাছে বন্ধক দিয়ে প্রায় দেড় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তারা তাদের বাড়িটি ধাপে ধাপে গোপনীয়তার সহিত বিভিন্ন জনের কাছে বন্ধক দেন। বন্ধকদারদেরকে ভাড়ার টাকা নিয়মিত পরিশোধ করার আশ্বাস দেন। পরে গত ২০ অক্টোবর বিবি আয়েশা ও মেহেদী হাছান আকাশ  পালিয়ে যান।তার আগে গত মে মাসে আবু ছাইদ মুন্না পালিয়ে যায়। খবর নিয়ে জানতে পারি তারা এভাবে করে ২৭ জনের কাছে ৬টি ফ্ল্যাট বন্ধক দেয়। অনেকদিন যাবত তাদের সাথে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে পাওনা টাকা দিব দিচ্ছি বলে তালবাহানা করে। এই বিষয়ে আমরা ফেনী মডেল থানায় ও র‌্যাবের কাছে বিষয়টি অবগত করেছি। তাদের বিরুদ্ধে আমরা ৮ জন বন্ধকদার মামলা করেছি। যার মধ্যে বর্তমানে ৪টি মামলায়  ওয়ারেন্ট ইস্যু হয়েছে।


‎ভুক্তভোগী লিপি আক্তার বলেন, আমরা আর্থিকভাবে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত অনেকে তার সারাজীবনের জমানো টাকা দিয়েছে, অনেকে তার চাকরির পেনশনের টাকা দিয়েছেন, পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তায় রয়েছে।


‎ভুক্তভোগী মো: আলমগীর বলেন, যদি কেউ প্রতারকদের ধরিয়ে দিতে পারেন তাকে উপযুক্ত সম্মানী দেওয়া হবে এবং তার পরিচয় সম্পূর্ন গোপন রাখা হবে। দয়া করে অসংখ্য ভুক্তভোগীদের সহায়তা করুন।


‎তারা এই পলাতক প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি ন্যায়বিচার এবং কষ্টার্জিত অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা চান।

‎এ ব্যাপারে বিবি আয়েশা ও তার দুই ছেলে আবু ছাইদ মুন্না ও মেহেদী হাছান আকাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট