1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কুরআন অবমাননার অভিযোগে যুবককে গণপিটুনি - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

কুরআন অবমাননার অভিযোগে যুবককে গণপিটুনি

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় আলমারিতে রাখা পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে।

অভিযুক্ত যুবকের নাম বাইজিদ আহমেদ (৩২)। তিনি বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বাইজিদ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সম্প্রতি সে পবিত্র কুরআন শরীফে ‘ভুল রয়েছে’ এমন অসঙ্গত মন্তব্য করে আসছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কয়েকজন জানান, শুক্রবার বিকালে বাইজিদ মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সে আলমারি থেকে বেশ কয়েকটি কুরআন শরীফ টেনে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

আগুন লাগার বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাইজিদকে হাতেনাতে আটক করেন। এমন ন্যাক্কারজনক ঘটনায় দ্রুত এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে উত্তেজিত জনতা বাইজিদকে মারধর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ফলে স্থানীয় জনতা তাকে উত্তেজিত অবস্থায় মারধর করে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট