রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীতে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় সাংবাদিকের উপর হামলা করেছে চাঁদাবাজরা।
আজ সকাল ১১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে স্থান বৌলাই নদী, শ্রিমন্তপুর,ফেনারবাক,জামালগঞ্জ।
জামালগঞ্জের বৌলাই নদীতে চাঁদাবাজি করার সময় ভিডিও দারন করতে গেলে DDB News 24 ও দৈনিক দশবার্তা নিউজ এর ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল বাছির এর উপর অতর্কিত হামলা ও মারধর করে চাঁদাবাজরা।
আওয়ামিলীগের আমল তেকে চাঁদাবাজি করে আসছে তাঁরা আওয়ামী ধূসর চাঁদাবাজ/ডাকাতদের নাম নিছে দেওয়া হলঃ-
০১/ ছয়ফুল মিয়া পিতাঃ আব্দুল মালেক,
০২/ মুহিন মিয়া পিতাঃ ছয়ফুল মিয়া,
০৩/ রানা মিয়া পিতাঃ ছয়ফুল মিয়া,
০৪/ শাহিন মিয়া পিতাঃ আব্দুল মজিদ উভয় ফেনারবাক ইউনিয়ন,শ্রিমন্তপুর গ্রাম বৌলাই নদি।
স্থানীয় সূত্রে জানা যায় ২০১৮ সালে চাদাবাজি করতে গিয়ে ধর্মপাশা কর্মরত ডিউটি অফিসারের কাছে নৌকা ধরে নিয়ে যায় আর ফেরত পায়নি,
গ্রামের মানুষ ভয়ে কথা বলেতে পারে না তাদেকে হুমকির মুকে রাখে।
সাংবাদিক আব্দুল বাছির বলেন আমি প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি এবং মারধর খেয়েছি আমি চাই এধরনের চাঁদাবাজদের সুষ্ঠু তদন্তের প্রেক্ষিতে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।