রিয়াজ উদ্দিন রুবেল
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
অদ্য ২রা ডিসেম্বর নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব টি.এম. মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে জেলার আইন-শৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং জোরদার, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং নিজ নিজ থানার কার্যক্রম, চ্যালেঞ্জ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা এবং প্রাজ্ঞতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালী। ডিআইও-১, নোয়াখালী, সকল থানার অফিসার ইনর্চাজবৃন্দসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।