রিয়াজ উদ্দিন রুবেল
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
আজ ০৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ নোয়াখালী জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার সকল থানার ‘নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’এ কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সংবেদনশীলতা এবং ভুক্তভোগী কেন্দ্রিক সেবা আরও উন্নত করার লক্ষ্যে দুই(০৬ ও ০৭ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী “মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS)” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার মান্যবর পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন সমাজের প্রান্তিক, ঝুঁকিপূর্ণ ও সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তায় পুলিশের প্রতিটি সদস্যের মানবিকতা, পেশাদারিত্ব ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা সম্পর্কে এসব প্রশিক্ষণ মাঠপর্যায়ে পুলিশের কাজের মান আরও উন্নত করবে বলে তিঁনি আশাবাদ ব্যাক্ত করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব লুতফর রহমান, কনস্যাল্টেন্ট, জাতিসংঘ জনসংখ্যা তহবিল(UNFPA)। জনাব ডা. সাদিয়া সামরিন হৃদি, ফিল্ড অফিসার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল(UNFPA) সহ আগত প্রশিক্ষণার্থীবৃন্দ।