মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন রঙ্গনপাড়া ও বানইচিংড়ীপাড়া এবং বরাক নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কম্বল ও গরু পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কম্বল এবং গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত কম্বল ও গরুর আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার হাজার টাকা।
এছাড়া, চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির টহলদল একই সময়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ভূইয়াপাড়া ও পশ্চিম ভূইয়াপাড়া বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানের সময় ভারতীয় পেঁয়াজ ও বাংলাদেশী ধানের বীজ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৯ হাজার ১০০ শত টাকা।
অন্যদিকে, সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়ারাংটিয়া এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের অপচেষ্টা রুখে দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
এসব অভিযানে সবমিলে ময়মনসিংহের ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে বিজিবির টহলদল কর্তৃক সর্বমোট ৬ লাখ ৫ হাজার ১ শত টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিএিম জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।