অনলাইন ডেস্ক
ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি এনে দিয়েছিলেন সৌম্য সরকার। আর বল হাতে চমৎকার প্রদর্শনীতে প্রতিপক্ষ ব্যাটিং অল্পেই থামিয়ে রেখেছিলেন শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসানরা। ঠিক এক বছর আগে এই সব কিছু মিলিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির বৈশ্বিক আসর হিসেবেই গত বছর প্রথমবার আয়োজন করা হয় গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। পাঁচ দেশের ভিন্ন পাঁচটি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের পর্দা নামে গত বছরের ঠিক এই তারিখেই।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে প্রথম মৌসুমের শিরোপা জেতে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৭৮ রান করে রংপুর। জবাবে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।
ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ৭ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। এছাড়া তার উদ্বোধনী সঙ্গী স্টিভেন টেলরের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৮ রান। দুজন মিলে ওপেনিংয়ে যোগ করেন ১২৪ রান।
বল হাতে এরপর হারমিত সিং ১৯ রানে ৩ উইকেট, শেখ মেহেদি হাসান ২০ রানে ২ উইকেট, সাইফ হাসান ২১ রানে ২ উইকেট ও রিশাদ হোসেন নেন ২৬ রানে নেন ২ উইকেট। সব মিলিয়ে মাত্র ১৮.১ ওভারে অল আউট হয়ে যায় ভিক্টোরিয়া।
ফাইনাল ম্যাচটি অনায়াসে জিতলেও, টুর্নামেন্টে রংপুরের পথচলা অত সহজও ছিল না। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে সুপার ওভারে হেরে শুরু করে তারা। এরপর ভিক্টোরিয়ার বিপক্ষে ১০ রানে হেরে বিদায়ের কাছে চলে যায় নুরুল হাসান সোহানের দল।
সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২০১৭ বিপিএল চ্যাম্পিয়নরা। গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারায় রংপুর। পরে লাহোর কালান্দার্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বৃষ্টির আশঙ্কায় পড়ে যায় ম্যাচ।
শেষ পর্যন্ত ৯ ওভারে হয় খেলা। যেখানে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ২৩ রানে জিতে নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনালের টিকেট পায় রংপুর। আর পরে ফাইনাল জিতে তারা গড়ে ইতিহাস, জিতে নেয় শিরোপা।