মো: জাকির হোসেন। চাটখিল নোয়াখালী উপজেলা প্রতিনিধি।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে রামগঞ্জ থানায় পদায়ন করা হয়।
একই সাথে রামগঞ্জ থানার ওসি এম এ বারীকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী রামগঞ্জ থানায় যোগদান করবেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের ৩০ সেপ্টেম্বর (সোমবার) নোয়াখালী জেলার চাটখিল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ২ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে চাটখিল থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
চাটখিল থানায় যোগদানের পর ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটখিল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কৃতি সন্তান লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার নতুন ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, কক্সবাজার জেলা ও পিবিআইতে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। নতুন ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।