মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য সুধীজনদের সাথে জয়পুরহাট জেলার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
৮ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ । প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিষ্ট্রেট মোঃ আল-মামুন মিয়া । বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল, কৃষি অফিসার জসিম উদ্দিন ,থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জামায়াতের উপজেলা আমির ডাঃ সুজাউল ইসলাম, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আসম আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হোসেন, ধরন্জী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, শিক্ষক আব্দুল হাই প্রমূখ । সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন । সভা শেষে উপজেলা প্রকল্প অফিসের আয়োজনে দুর্যোগ ও ত্রান ব্যবস্হাপনার আওতায় প্রধান অতিথি দুটি এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য বিতরণ করেন ।