মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় আসামী ধরতে গিয়ে পৃথক দুই ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় থানার মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওসি শাহীন মোহাম্মদ আমানউল্লাহর নীরব অবস্থান নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে টংভাঙ্গা ইউনিয়নের বারোদুনিয়া এলাকায় আসামী ধরতে গেলে আসামিপক্ষের লোকজন হাতীবান্ধা থানার এসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই আখতারুজ্জামান এবং তাদের টিমের উপর হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা উল্টো ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। এতে তিন কর্মকর্তা আহত হন এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
অন্যদিকে বুধবার রাতে, সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা এলাকায় একইভাবে আসামী ধরতে গেলে হাতীবান্ধা থানার এসআই মতিউর রহমান ও তার সহযোগীদের উপর হামলা হয়। এখানেও দুই পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
এর আগেও গত মাসে আসামী ধরতে গিয়ে এসআই জাহিদ হাসান হামলার শিকার হন—যা চলমান নিরাপত্তাহীনতার চিত্র আরও স্পষ্ট করে তুলছে।