জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওযাদুদ ভুইয়া সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাদশা মিয়া ভিলার সামনে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বি়এনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় নির্বাচনী এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার।
সভায় বক্তারা ওয়াদুদ ভুইয়ার রাজনৈতিক ইতিহাস ও উন্নয়নের ইতিহাস আলোকপাত করে বলেছেন, যারা নির্বাচনে এলে শুধুমাত্র ভেট চাইতে আপনাদের কাছে আসেন। কিন্তু ভোটের আগে ও পরে খাগড়াছড়ি জেলার বাহিরে অবস্থান করেন তাদের মিষ্টি কথায় ভুল করে সিদ্ধান্ত না নেয়ার আহবান জানান বক্তারা । যারা সুখে দুঃখে এই এলাকায় বসবাস করে আপনাদের প্রতিবেশী হিসেবে সব সময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে এমন যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত
করার আহবান জানান তারা। সকল বিষয় গভীরভাবে অনুধাবন করে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়াকে আপনারা ভোট দিযে নির্বাচিত কররে আপনার এলাকার উন্নয়ন তরান্বিত । এলাকার সার্বিক ও খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি সম্ভব হবে ।
এ সময় যেকোনো চাঁদাবাজি বন্ধে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখছেন সব সময় মন্তব্য করে যেকোনো চাঁদাবাজ এর বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা
এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহধর্মিণী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে সকৰর কাছে দোযা প্রার্থনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি সদস্য সচিব আব্দুর রহমান রানা, উপজেলা মহিলা দলের নেত্রী মনোয়ার, অশোকারামা বৌদ্ধ বিহারের বিহার পরিচালনা কমিটির সভাপতি, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা ডাঃ শামসুল হক, সাবেক বিএনপি নেতা ও পৌর ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুমিয়া সহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।