জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠানে মাটিরাঙ্গা ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্টন ত্রিপুরা,মাটিরাঙ্গা প্রেস ক্নাবের সভাপতি, মো. জসীম উদ্দিন জয়নাল।
জলবায়ু পরিবর্তনের মাটিরাঙ্গা ব্র্যাকের প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেন, জানান, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই এই প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু পরিবেশেই সীমাবদ্ধ নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”
উপজেলা যুব রেড ক্রিসেন্ট সদস্য,ইউপি সদস্য , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সাংবাদিক, পল্লী চিকিৎসক,বেসরকারি মেডিকেলের ম্যানেজার, এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।