জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ২৯টি গির্জায় প্রতি গির্জায় ৫০০ কেজি করে মোট ১৪.৫০ মেট্রিক টন খাদ্যশস্য চাল বিতরণ করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই চালের ডিও গির্জার প্রতিনিধিদের হাতে তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
চাল বিতরণ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,সহ গির্জার প্রতিনিধিবৃন্দ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন,“সামনে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এ উৎসবকে আনন্দঘন ও অর্থবহ করে তুলতে সরকারের পক্ষ থেকে এই খাদ্যশস্য সহায়তা প্রদান করা হয়েছে। খ্রিস্টান সম্প্রদায় ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে পাহাড়ে বড়দিন সুন্দরভাবে উদযাপন করতে পারে যেন সবার প্রতি আহ্বান জানান তিনি।