1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফজরের নামায শেষে হাটতে বেড়িয়ে মানুষ নামক শয়তানের কবলে পড়েন এক গৃহকর্মী। - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ফজরের নামায শেষে হাটতে বেড়িয়ে মানুষ নামক শয়তানের কবলে পড়েন এক গৃহকর্মী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে



জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

‎শয়তানের নিঃশ্বাস নামে বেশ কয়েকমাস আগে আলোড়ন সৃষ্টি করে এক কুচক্রী মহল। যে মহলের কাজ ছিলো নেশাদ্রব্য ব্যবহার করে মানুষকে তাদের নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে সর্বস্ব হাতিয়ে নেওয়া।

‎গত ১৯শে সেপ্টেম্বর বরিশালের ধান গবেষণা রোডে এ ঘটনার কবলে পড়েন তাহমিনা বেগম নামের এক নারী।

‎তিনি জানান, সকালে ফজরের নামায আদায়ের শেষে  হাটতে বেড়ালে সালামের মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করেন এক লোক। এরপর কথার মাঝে লোকটি তাকে এক বিশেষ পাথর দেখিয়ে নিজের বসে করে নেন বলে জানান ভুক্তভোগী তাহমিনা বেগম।

‎পরবর্তীতে তার কাছ থেকে তার সকল তথ্য নিতে থাকেন। এসময় তিনি  সব বলে দেন সেই নাসির গাজি নামক লোকটাকে এবং একপর্যায়ে তাকে সবটা দিয়ে দিতে বল্লে তিনি তার ঘর থেকে ১৬ভরি স্বর্ন এবং নগদ অর্থ সহ সবকিছু দিয়ে দেন ভুক্তভোগী তাহমিনা বেগম।

‎সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১৭ই ডিসেম্বর) পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর বাজার এলাকা থেকে রেব-৮ এর সহযোগিতায় আটক করা হয়।

‎গ্রেফতার মো. নাসির গাজী (৩৭) ওই এলাকার রহিম গাজীর ছেলে।
‎এরপর তাকে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি পুলিশ নিশ্চিন্ত জরেছেন। বর্তমানে সেলিম গাজি(৩৭) কোতোয়ালি থানা পুলিশের আওতায় রয়েছেন।

‎পুলিশ জানান, এ বছরের ২০শে সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা তাহমিনা হাটতে বের হন। এ সময় অপরিচিত দুইজন লোক কথা বলার সুযোগে ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে এবং তাকে নিজেদের কবলে নিয়ে নিয়ে এসব কাজ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট