চট্টগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের সর্বকনিষ্ঠ প্রার্থী রবিউল হাসান তানজিম। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ অপরিহার্য। সেই পরিবেশ নিশ্চিত না হলে তরুণদের প্রত্যাশা পূরণ কঠিন হয়ে পড়বে।
তারুণ্যের শক্তিকে সামনে রেখে তিনি ঘোষণা দেন—
“জেগে উঠো তারুণ্যে, এনে দাও ভোর,
তারুণ্যের হাত ধরে অনিয়ম হবে দূর।”
এই স্লোগানকে ধারণ করে তিনি তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসংযোগ কার্যক্রমে ফটিকছড়ির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন রবিউল হাসান তানজিম। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে ট্রাক মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন। তরুণ প্রার্থী হিসেবে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করার অঙ্গীকার তুলে ধরেন তিনি।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, তারুণ্যের নেতৃত্বই পারে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত খুলে দিতে। উন্নয়ন ও ন্যায়ের রাজনীতির পথে ফটিকছড়িকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় যুবসমাজ ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। তারা তরুণ প্রার্থীর সাহসী অবস্থান ও ইতিবাচক বার্তাকে স্বাগত জানান।