1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খাগড়াছড়ি প্রেসক্লাবের চার দশক: প্রথম প্রকাশনা ‘উজ্জীবন’র মোড়ক উন্মোচন - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

খাগড়াছড়ি প্রেসক্লাবের চার দশক: প্রথম প্রকাশনা ‘উজ্জীবন’র মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধুঃ
ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পর্দাপণে প্রকাশিত হলো প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি অফির্সাস ক্লাবে প্রকাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ,লেখক-সাহিত্যিক,সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা সদরে কর্মরত সাংবাদিকেরা।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের চার দশকের দীর্ঘ পথচলায় প্রথম প্রকাশনা ‘উজ্জীবন’এর প্রশংসা করে বলেন “ আমি বিশ্বাস করি এই স্মরণিকা আলো ছড়াবে। নতুন প্রজন্মকে দেখাবে খাগড়াছড়ির ইতিহাস কি ছিল। কীভাবে এই সাংবাদিক সমাজ ১৯৮৬ সাল থেকে আজকের এই জায়গায় এসেছে। নতুন যে সাংবাদিকেরা আসবে তারা এই স্মরণিকার মাধ্যমে ইতিহাস জানবে-তাদের অগ্রজরা কীভাবে কি করেছেন। এটি আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রাসঙ্গিকও থাকবে।তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। এবং এই দায়িত্বশীল প্রচেষ্টায় এই গণমাধ্যমের ভূমিকা আমাদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ এবং মূল্যবান। সেনাবাহিনী ও গণমাধ্যম উভয়ের লক্ষ্য ভূমিকা অভিন্ন । উভয়ের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা।তিনি বলেন ,‘সময়ের প্রয়োজনে আমাদের কাজের পরিধি বেড়েছে। আমরা এখন জঙ্গলে বেস করে থাকি। এটা ইদানিংকালে অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছি। আমরা কেন এতো ভেতরে যাচ্ছি। আমরা যাচ্ছি সময়ের দাবিতে । বর্তমান পরিস্থিতিতে এমন দাঁড়িয়েছে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে হয় আমাকে স্বাভাবিক কার্যক্রমের বাইরে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যারা অস্ত্রসহ চলাচল করছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে না পারে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও কার্যনির্বাহী সদস্য জয়ন্তী দেওয়ান-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এসময় তিনি বলেন, ১৯৮৩ সালে জেলা সৃষ্টির তিন বছর পর ১৯৮৬ সালে খাগড়াছড়ি প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে প্রেসক্লাবের নতুন নেতৃত্ব দায়িত্বে আসার পর প্রেসক্লাবের ঐতিহ্য, পথচলা, গণমাধ্যমকর্মীদের সংগ্রাম এবং অতীত সন্ধানের পথে অগ্রসর হয়। সেই অগ্রযাত্রার পথে একটি ধাপ হল-“উজ্জীবন” প্রকাশনা। আমরা ‘উজ্জীবন’ এ সমাজের বহুমুখী চিন্তার সমাবেশ ঘটানোর চেষ্টা করেছি। পাহাড় ও সমতলের লেখকেরা “উজ্জীবন” এ তাদের মতামত দিয়ে চিন্তার প্রতিফলন ঘটিয়েছি। আমাদের বিশ্বাস কেবল একটি স্মরণিকা নয়; এটি সময়ের দলিল হয়ে উঠবে।সাংবাদিকতায় যারা নবীন তারা পাহাড়ের সাংবাদিকতায় কঠিন পথ পার করা ইতিহাস যেমন জানবে তেমনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি প্রেরণা জোগাবে। জ্যেষ্ঠ সাংবাদিকদের জন্য এই প্রকাশনা নস্টালজিক হবে।খাগড়াছড়ি প্রেসক্লাবে যুগ্মসম্পাদক সমির মল্লিকের সম্পাদনায় প্রকাশিত স্মরণিকায় বিভিন্ন লেখকের প্রবন্ধ, মতামত, প্রাণ-প্রকৃতি,ভ্রমণ, কবিতা, স্মৃতির খেরোখাতা, ৩৬ জুলাইয়ের স্মৃতি বিশেষভাবে স্থান পেয়েছেন।প্রকাশনার সম্পাদনা পর্ষদে সদস্য হিসেবে কাজ করছেন দিদারুল আলম রাজু,জয়ন্তী দেওয়ান,মো.আবদুর রউফ ও মো.রফিকুল ইসলাম। এছাড়া প্রকাশনাটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার মো.খাদেমুল ইসলাম,খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা ,খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.হাসান মারুফ,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা,জামায়েত ইসলামীর জেলা আমীর সৈয়দ আবুল মোমেন,খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মধু মঙ্গল চাকমা,জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, হোটেল গাইরিং এর ব্যবস্থাপনা পরিচালক এস অনন্ত বিকাশ ত্রিপুরা, জনস্বাস্থ্য বিশ্লেষক ডা:সুশান্ত বড়ুয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, অংসু মারমা, মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা,কবি চিংলামং চৌধুরী,দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধর্মরাজ বড়ুয়া,কবি ইউসুফ আদনান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো.কাউসার আজিজী,খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক মিন্টু,সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট