মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
আজ ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) নকলা উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ৭ টি ইটভাটাকে ২২৫০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অবৈধ ইটভাটায় কাঁচা ইট বিনষ্টসহ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।
সরকারের আইন অমান্য করে অবৈধ ইটভাটার যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।বলে জানিয়েছেন