1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরন। - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরন।

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়ন এর আওতায় মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’ সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় জোনের কাঁঠাল বাগান এলাকায় এলাকার জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরন করা হয়।

সোমবার (১১ জানুয়ারী) সকাল ৯টার দিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঠাল বাগানে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়। মানবিক কর্মসূচির মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র তুলেদেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ খান, পিএসসি।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি, মেজর গাফফারজ্জামান, পিএসসি উপস্থিত ছিলেন।

উক্ত মানবিক সহায়তা কর্মসূচী উপলক্ষ্যে শীতার্ত ও অসহায় ৩০০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছারাও উক্ত কর্মসূচিতে প্রায় ৩৫০ জন পাহাড়ী ও বাঙালি জনগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়, যা এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী।

উক্ত মানবিক সহায়তা কর্মসূচীর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট