জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার জন্য আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করেছে ছাত্রদল। (১৬ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সকল ইউনিটের নেতাকর্মীদের নিজ সংসদীয় আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য নিম্নোক্ত আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হলো।
সেখানে আরও বলা হয়েছে, এই কমিটি ইউনিটের নেতৃবৃন্দের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। সঙ্গে যুক্ত করা হয়েছে আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নামের তালিকা।
উক্ত তালিকা থেকে দেখা যায় পটুয়াখালীর মধ্যে আলোচিত আসন পটুয়াখালী -২ এর সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে । এছাড়াও এই টিমে রয়েছেন মোঃ জুলকার নাইন
যুগ্ম সাধারণ সম্পাদক ,
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ।
মোঃ আনিচুর রহমান খান সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ।
মোঃ আল আমিন
সহ-আইন বিষায়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এবং ঢাকাস্থ্য ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, পটুয়াখালী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জনাব শহিদুল আলোম তালুকদার । তিনি সাবেক এমপি ছিলেন এই আসনের ।