জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেনার মাটিরাঙ্গা পৌর বিএনপির উদ্যােগে তিনবারের সফল প্রধানমন্ত্রী, সদ্য সাবেক বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মাটিরাঙ্গা ৭,৮,৯নং পৌর ওয়ার্ড বিএনপির আয়োজনে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনবারের সফল প্রধানমন্ত্রী, সদ্য সাবেক বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে ৯নং পৌর ওয়ার্ড সভাপতি মো. সায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।
এর আগে একই দিনে মাটিরাঙ্গা পৌর বিএনপির ১,২,৩ পৌর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল হাতিয়া পাড়া পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়, ৪,৫,৬পৌর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল আর্দশগ্রাম আনোয়ারা বেগম।ইসলামী মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো.নাছির আহম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, জেলা বিএনপির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি মো.বাদশা মিয়া, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.শাহেদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারি,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আবু সাঈদ সাদ্দাম, পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন সহ পৌর বিএনপি ও বিভিন্ন পৌর ওয়ার্ডের সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো.জিয়াউল হক।