জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কুমিল্লার নাঙ্গলকোট বাজারের লাকসাম রোডে। স্বপ্নের নতুন এ আউটলেট উদ্বোধন উপলক্ষে রবিবার বিকালে নাঙ্গলকোট বাজারের লাকসাম রোডের আজাদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে স্বপ্ন নাঙ্গলকোট আউটলেটের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, স্বপ্ন নাঙ্গলকোট শাখা পরিচালক মোহাম্মদ এয়াছিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের জোনাল ম্যানেজার মোহাম্মদ রাসেল, এস.আর এক্সিকিউটিভ রাসেল হোসাইন খান, নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল আমিন, চডিয়া আলিম মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা এ জে এম কলিম উল্লাহ, আইটপাড়া আজিজিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয় শিক্ষক নুরুজ্জামান খন্দকার, নাঙ্গলকোট