নিজস্ব প্রতিবেদক
সিলেট থেকে শুরু হবে তারেক রহমানের ১৭ জেলার নির্বাচনী সফর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক লড়াইয়ে সশরীরে অংশ নিতে দেশব্যাপী ঝটিকা সফরে বের হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ২২ জানুয়ারি আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তাঁর এই নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় দেশের ১৭টি গুরুত্বপূর্ণ জেলায় সমাবেশ ও পথসভার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করবেন তিনি।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং এর পরদিন থেকেই শুরু হবে রাজপথের প্রচারণা। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য অনুসারে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবসময়ই তাঁদের নির্বাচনী প্রচার সিলেট থেকে শুরু করতেন।
এবারও সেই ধারা অক্ষুণ্ণ রেখে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর কর্মসূচি শুরু করবেন। ২২ জানুয়ারি সকাল ১১টায় সিলেট নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিলেটের কর্মসূচি শেষ করে তিনি মৌলভীবাজার ও হবিগঞ্জে একাধিক জনসভায় যোগ দেবেন। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও তাঁর পথসভা করার কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে সিলেটে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় কয়েক লাখ মানুষের জমায়েত ঘটানোর লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন। পুরো শহর এখন ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে, চলছে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি।
সিলেট সফর শেষে ২৪ জানুয়ারি তারেক রহমানের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক বিশাল জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলো হয়ে তিনি পুনরায় ঢাকায় ফিরবেন।
২৬ জানুয়ারি তাঁর সফরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বরিশাল বিভাগ। সেখানে বেলস পার্কে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার পর মাদারীপুর ও মুন্সীগঞ্জ হয়ে তাঁর প্রচারণা বহর এগিয়ে যাবে। দীর্ঘ দুই দশক পর তাঁর এই সম্ভাব্য সফরকে ঘিরে সারা দেশের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।