স্টাফ রিপোর্টার
বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে
বিএনপি মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য সবার কাছে দোয়া চাই। দালানে থাকা মানুষদের সন্তানদের মতো বস্তিবাসীদের সন্তানরাও যাতে শিক্ষা পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে চায় বিএনপি। নারীদের মাধ্যমে পরিবারগুলোকে সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, কড়াইলসহ দেশের মানুষের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি। কড়াইলের বস্তিবাসির জন্য ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় মোনাজাতে অংশ নেন তিনি।