মো আবদুল করিম সোহাগ
ঢাকা
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাম্প্রতিক সময়ে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি রহস্যময় স্টোরি নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক স্টোরিতে অপু লিখেছেন, ‘ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা’—সাথে জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোজি।
অপু বিশ্বাসের এই মন্তব্যটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ভক্তদের বড় একটি অংশের ধারণা, এই তীরটি আসলে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা শবনম বুবলীর দিকেই ছোঁড়া হয়েছে। কারণ, গত মঙ্গলবার রাতেই বুবলীকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করতে দেখা গেছে।
ক্যারিয়ারের মাঝে বিরতি চলাকালে অপু বিশ্বাসকে প্রায়ই বিভিন্ন শোরুম ও শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেত। এই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করে অনেকেই তাকে ‘ফিতা কাটা নায়িকা’ বলে সম্বোধন করতেন। কিন্তু বর্তমানে বুবলীসহ অনেক তারকাকেই একই কাজ করতে দেখা যাচ্ছে। অপুর এই স্টোরি মূলত সেই সমালোচকদের জবাব এবং বুবলীকে করা একটি সূক্ষ্ম খোঁচা বলেই মনে করছেন সিনেমা পাড়ার লোকজন।
ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মাঝেও অপু বিশ্বাস তার কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ নামের দুটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
অন্যদিকে, বুবলীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া আসেনি। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, ঢালিউডের এই ‘কোল্ড ওয়ার’ হয়তো শিগগিরই নতুন কোনো মোড় নিতে পারে।