মো আবদুল করিম সোহাগ
ঢাকা
সুতা উৎপাদনকারী টেক্সটাইল মিলগুলোকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, শিল্পটি বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। তাঁর ভাষায়, “আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব কারখানা বন্ধ থাকবে। শুধু উৎপাদন বন্ধ নয়, ব্যাংকঋণ পরিশোধ করার সক্ষমতাও আমাদের আর নেই।”
মিলমালিকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিনের লোকসানের কারণে মালিকদের পুঁজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সব সম্পদ বিক্রি করলেও ব্যাংকের দেনা শোধ করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে শিল্প চালু রাখা বাস্তবসম্মত নয়।”
সংকট উত্তরণে সরকারের বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে গেলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দায়িত্ব এড়ানোর প্রবণতাই বেশি দেখা গেছে। স্থায়ী সমাধানে কেউ এগিয়ে না আসায় শেষ পর্যন্ত মিল বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।