1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নকলায় উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক সহকারীকে মারধরের অভিযোগ। - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটির রানাপাশা ইউনিয়নের বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি থেকে সম্মানিত হলেন অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কী মাটিরাঙ্গায় ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু। শেরপুরের নকলায় নির্বাচনি আচরনবিধি বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বরিশাল রেঞ্জে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন ডিআইজি মহোদয় সহমর্মিতা: সমাজের প্রাণ শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভিন্নমতে শ্রদ্ধা সম্প্রীতির চাবিকাঠি নীলফামারীতে অবৈধ ইটভাটায় অভিযান কাঁচা ইট ধ্বংস

নকলায় উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক সহকারীকে মারধরের অভিযোগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ,
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম কতৃক ওই অফিসের তাঁর অধস্তন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে কে মার’ধরের অভি’যোগ পাওয়া গেছে। বকেয়া বিল সংক্রান্ত মতপার্থক্যের কারণে ওই ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে পার্থ শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনা তদন্তে ২১ জানুয়ারি (বুধবার) বিকেলে নকলা উপজেলা নির্বাচন অফিসে যান। তদন্তকালে তিনি (জেলা নির্বাচন কর্মকর্তা) ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিকদের জানান ঘটনা সত্য হলে এটি হবে একটি গর্হিত কাজ এবং চাকরির আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তদন্তে ঘটনার সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের অফিসকক্ষে ওই ঘটনা ঘটে।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে জানা যায় উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী আল ইমরান উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুলকে পূর্ববর্তী কর্মকর্তার অফিস খরচের বকেয়া অর্থ পরিশোধের কথা বলেন। কিন্ত তিনি (উপজেলা নির্বাচন কর্মকর্তা) ওই বকেয়া অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুলের সাথে কথা বলতে গেলে তিনি (নজরুল) পার্থকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং উপর্যুপরি কিল, ঘুষি মেরে আহত করেন। পরে ওইদিন পার্থ শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আশরাফুজ্জামান জুয়েল ও আইডিয়া প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর আঞ্জুমান আরা পপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ঘটনার বিষয়ে তাদেরকে অন্য কারও সাথে কথা বলতে নিষেধ করেছেন।

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে জানান তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুলের সাথে সরকারি কোয়ার্টারের থাকতেন। সেখানেও নজরুল তাঁকে অফিসের নানা বিষয়াদি নিয়ে মানসিক চাপ সৃষ্টি করত। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান পার্থ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান প্রতিটি অফিস একটি পরিবার। পরিবারের কর্তা হিসেবে অন্যান্য সদস্যদের শাসন করার অধিকার তাঁর রয়েছে। তাই বলে আপনার অধস্থন একজন কর্মকর্তার গায়ে আপনি হাত তুলতে পারেন এ প্রতিনিধির এমন প্রশ্নে উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল জানান আসলে সেদিন তাঁর সাথে আমার কিছুই ঘটেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট