1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সহমর্মিতা: সমাজের প্রাণ শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভিন্নমতে শ্রদ্ধা সম্প্রীতির চাবিকাঠি নীলফামারীতে অবৈধ ইটভাটায় অভিযান কাঁচা ইট ধ্বংস নকলায় উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক সহকারীকে মারধরের অভিযোগ। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালে নিজেকে সম্পূর্ণ বদলাতে চাইলে এখনই বন্ধ করতে হবে এই ৩টি কাজ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের তিন দিন ছুটি পাবেন: প্রেস সচিব ফিতা দেখি সবাই কাটে, আমি কাটলেই বলে ফিতা কাটা নায়িকা: কাকে ইঙ্গিত করে বললেন অপু বিশ্বাস?

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বিকালে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটার এবং বিসিবির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলে উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা।

তবে ভেন্যু স্থানান্তর নিয়ে বিসিবির চেষ্টা অব্যহত থাকবে বলে জানান উপদেষ্টা। এই ইস্যুত্র আজ আবারও আইসিসির সঙ্গে বিসিবি যোগাযোগ করবে বলে জানান তিনি। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, সে প্রশ্নের অবশ্য উত্তর দেননি উপদেষ্টা। বলেছেন এটি তাদের ‘অভ্যন্তরীণ’ বিষয়।

বৈঠক শেষে ক্রীড়া সংবাদমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বলেন, “আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো বায়বীয় ধারণা থেকে নয়; বরং একটি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত হয়েছে, যেখানে আমাদের একজন সেরা খেলোয়াড়কে (মুস্তাফিজুর রহমান) উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছে।”

ভারত কিংবা আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার এবং দর্শকদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, “যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটি বর্ধিত অংশ এবং তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে পারেনি, তাই তারা আমাদের পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দিতে পারবে—এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।”

নিরাপত্তা ইস্যুর কথা বলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতের ক্রিকেট বোর্ড। এরপর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল টাইগার ক্রিকেট বোর্ড। এরপর কয়েক দফায় আইসিসির সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নেওয়া হবে কি না এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে বোর্ড মিটিং করেছে আইসিসি।

গতকাল অনুষ্ঠিত হওয়া আইসিসির সেই বৈঠকে বেশিরভাগ সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দেওয়ায় টাইইগারদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যায়নি। ফলে ভারতে গিয়েই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে বলে সাফ জানিয়ে দেয় আইসিসি। আইসিসির এমন সিদ্ধান্তের পর একদিন সময় চেয়ে নিয়েছিলেন বিসিবি সভাপতি। সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবি এবং ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট