জিহাদুল ইসলাম জিহাদ
নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমির মাটি ব্যবহার করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার খিয়ারজুম্মা এলাকায় পরিচালিত এ অভিযানে মেসার্স এস এস জেড ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করাসহ ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুশরত ধূলিয়া, খিয়ারজুম্মা নামক এলাকায় অবস্থিত মোঃ রেজাউল ইসলামের মালিকানাধীন মেসার্স এস এস জেড ব্রিকসে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘন করে ভাটাটি পরিচালিত হচ্ছিল। বিশেষ করে অনুমোদন ছাড়াই কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে ইট তৈরি করার অপরাধে ভাটা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
এ ছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে ভাটায় মজুদকৃত বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয় ও কিলনের (চুল্লির) আগুন নিভিয়ে দেওয়া হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটভাটার সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দীন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।