বাগমারা প্রতিনিধি
মনুষ্যত্ব কে জয় করি,মানবতাকে জয় করি,স্লোগানে রাজশাহীর বাগমারা রক্তদান পরিষদের দ্বিতীয়বার্ষিকী পালিত হয়েছে।উপজেলার প্রাণ কেন্দ্র ভবানীগঞ্জে অবস্থিত রক্তদান পরিষদের আয়োজনে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা ৩০ ঘটিকায় নিজ কার্যালয় থেকে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভবানীগঞ্জ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এসো সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে শেষ হয় আয়োজন।রক্তদান পরিষদ বাগমারার সভাপতি হাসানুজ্জামান (শাফিক) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাঃ আব্দুল বারী সরদার।এছাড়াও উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ, রাকিবুল হাসান রকি,এনামুল হক,উপদেষ্টা এ এইচ এম, মশিউর রহমান,হাবিবুর রহমান হিরো,সহ সভাপতি আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহিন আলম পলাশ প্রমুখ।এ সময় সংগঠনের সকল রক্ত যোদ্ধা সহ বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।